বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ইউজিসি ভবন, প্লট # ই-১৮/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।
ফোন: পিএবিএক্স ৮৮-০২-৮১২৮১৭২, ৮১২৮১৭৪-৭৫, ৮১২৮১৭৭-৭৮
ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২০৩, Web: www.ugc.gov.bd

আবেদন করার পদ্ধতি



নিবন্ধন

নিবন্ধনের জন্য আপনার নাম, ফোন নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড, সচল ই-মেইল আইডি লাগবে। সব ঠিক থাকলে নিবন্ধন ফর্মে সম্পূর্ণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।


ইমেইল ভেরিফিকেশন

নিবন্ধনের পর আপনার ই-মেইলে একটা ভেরিফিকেশন ই-মেইল পাঠানো হবে। ভ্যালিড ই-মেইল আইডি হলে আপনি একটি লিংক পেয়ে যাবেন। লিংকে ক্লিক করলে আপনার ইমেইলটি ভেরিফাই হয়ে যাবে।


আবেদন করুন

ই-মেইল ভেরিফাই হলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার সুযোগ পাবেন। আপনি এখন যে ফর্মের মাধ্যমে আবেদন করতে চান সেই ফর্মে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে গবেষণা সহায়ক ফান্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনি ছবির যেকোন ফরম্যাট বা পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন।