বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ইউজিসি ভবন, প্লট # ই-১৮/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।
ফোন: পিএবিএক্স ৮৮-০২-৮১২৮১৭২, ৮১২৮১৭৪-৭৫, ৮১২৮১৭৭-৭৮
ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২০৩, Web: www.ugc.gov.bd

(ক) ইউজিসি গবেষণা/শিক্ষা সহায়ক তহবিল থেকে আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ–এ অংশগ্রহন এবং উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে যাতায়াত খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত নীতিমালা, ২০১৭

উচ্চশিক্ষা/গবেষনায় উৎসাহ ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন কর্তৃক গবেষণা শিক্ষা সহায়ক তহবিল থেকে কয়েকটি বিষয়ে অনুদান প্রদান করা হয়। তন্মধ্যে আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ–এ অংশগ্রহন এবং উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে যাতায়াত খরচ বাবদ অনুদান প্রদান করা হয়ঃ

আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ–এ অংশগ্রহন এবং উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে যাতায়াত খরচ বাবদ অনুদান প্রাপ্তির শর্তাবলীঃ
  1. ১। প্রোগ্রামে অংশগ্রহনের পর এক মাসের মধ্যে কমিশনের অনলাইনে আবেদন করতে হবে। উল্লেখ্য, প্রোগ্রামে যোগদানের প্রমাণ পত্র স্বরুপঃ
    ক) আমন্ত্রণপত্র (খ) অংশগ্রহনের সার্টিফিকেট (গ) ভিসা (ঘ) বিমান টিকেট (ঙ) বোর্ডিং পাস আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
  2. ২। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এ অনুদান প্রাপ্তির যোগ্য হবেন। তবে কমিশন কর্তৃপক্ষের সুপারিশক্রমে কমিশন কর্তৃপক্ষ এবং প্রথম শ্রেনীর কর্মকর্তারা আবেদন করতে পারবেন । পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে অন্য কোন উৎস থেকে যাতায়াত খরচ বাবদ কোন অনুদান না পেলে অংশগ্রহনকারীকে যাতায়াতের আংশিক খরচ বাবদ শিক্ষা সহায়ক তহবিল থেকে এ নীতিমালার আওতায় (৭) নং ক্রমিক এ বর্ণিত হারে অনুদান প্রদান করা যেতে পারে।
  3. ৩। আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ–এ প্রবন্ধ উপস্থাপন, অধিবেশনে সভাপতিত্বকরণ বা প্যানেল আলোচক হিসাবে কেবলমাত্র বিদেশে যাতায়াত খরচ বাবাদ এ নীতিমালার আওতায় অনুদান প্রদান করা যাবে।
  4. ৪। নির্ধারিত প্রোগ্রামের উদ্যোক্তা প্রতিষ্ঠান কর্তৃক যাতায়াত খরচ প্রাপ্ত হলে অথবা পাওয়ার নিশ্চয়তা পেলে এ তহবিল থেকে তিনি কোন প্রকার আর্থিক সহায়তা পাবেন না। তবে উদ্যোক্তা প্রতিষ্ঠান বা অন্য কোন উৎস থেকে শুধু মাত্র one way ticket প্রাপ্ত হলে, নির্ধারিত প্রোগ্রামে অংশ গ্রহণের জন্য এ নীতিমালার ক্রমিক ৭ নং-এ বর্ণিত হারের ৫০% আর্থিক অনুদান প্রদান করা যেতে পারে।
  5. ৫। কোন শিক্ষক/গবেষক ইতোপূর্বে এ তহবিল থেকে আর্থিক অনুদান পেয়ে থাকলে পরবর্তী ২৩ (তেইশ) মাস সময় অতিক্রান্ত না হলে তিনি আবেদন করতে পারবেন না ।
  6. ৬। রেজিস্ট্রেশন ফি, থাকা খাওয়া খরচ, স্থানীয় ভ্রমণ এবং দেশীয় বা আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনের জন্য এ তহবিল থেকে কোন প্রকার অনুদান প্রদান করা হয় না ।
  7. ৭। নির্ধারিত প্রোগ্রামে যাতায়াত খরচের জন্য অনুদানের পরিমাণ নিম্নরূপে বিন্যস্ত করা হলোঃ ।
মহাদেশ দেশসমুহ টাকার পরিমাণ
এশিয়া মহাদেশ (ক) ভারত ৩০.০০০/-(ত্রিশ হাজার)
(খ) পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশসমূহ। ৩০.০০০/- (ত্রিশ হাজার)
(গ) চীন, জাপান, কোরিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, হংকং, ভিয়েতনাম, সৌদি আরব, দুবাই, কুয়েত, ওমান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমুহ।। ৪০,০০০/- (চল্লিশ হাজার)
আফ্রিকা মহাদেশ মিশর, আলজেরিয়া, মরক্কো, সুদান, লিবিয়া, সিরিয়া, জাম্বিয়া, মালয়েশিয়াসহ অন্যান্য দেশ সমূহ। ৪০,০০০/- (চল্লিশ হাজার)
অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, পাপুয়া নিউগিনিসহ অন্যান্য দেশসমূহ। ৪০,০০০/- (চল্লিশ হাজার)
ইউরোপ মহাদেশ ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, স্পেন, ইউকে, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, তুরস্ক, ফিনল্যান্ড, রাশিয়া, পোল্যান্ড ও পূর্ব ইউরোপসহ অন্যান্য দেশসমূহ। ৫০,০০০/- (পঞ্চশ হাজার)
আমেরিকা মহাদেশ যূক্তরাষ্ট্র, কানাডা, মেক্সকো, আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দেশ সমূহ। ৫০,০০০/- (পঞ্চশ হাজার)