বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ইউজিসি ভবন, প্লট # ই-১৮/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।
ফোন: পিএবিএক্স ৮৮-০২-৮১২৮১৭২, ৮১২৮১৭৪-৭৫, ৮১২৮১৭৭-৭৮
ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২০৩, Web: www.ugc.gov.bd

(খ) ইউজিসি গবেষণা/শিক্ষা সহায়ক তহবিল থেকে দেশের অভ্যন্তরে দেশীয় এবং আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত নীতিমালা, ২০১৭

দেশের অভ্যন্তরে দেশীয় এবং আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ আয়োজনে উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গবেষণা/শিক্ষা সহায়ক তহবিল থেকে অনুদান প্রদান করা হয় ।

দেশের অভ্যন্তরে জাতীয় বা আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ আয়োজনের জন্য অনুদান প্রাপ্তির শর্তাবলীঃ

১। দেশের অভ্যন্তরে উচ্চ শিক্ষা/গবেষনা সংশ্লিষ্ট জাতীয় বা আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ–আয়োজনের জন্য কেবল মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অনূষদ, বিভাগ, ইনস্টিটিউশন এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় অনুদানের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে অনলাইনে (লিংক) আবেদন করতে হবে

২। আবেদনের সঙ্গে অনুষ্ঠানের প্রাক্কলিত বাজেট, অনুষ্ঠানসুচি ও ব্রশিউর সংযূক্ত করতে হবে।

৩। জাতীয় কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ –আয়োজনের জন্য কমপক্ষে ৮০,০০০/- (আশি হাজার) টাকা এবং সর্বোচ্চ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা যাবে।

৪। আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ আয়োজনের জন্য কম পক্ষে ১,৫০,০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং সর্বোচ্চ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অনুদান প্রদান করা যাবে।

৫। জাতীয়/আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ এর জন্য নীতিমালায় বর্ণিত নির্ধারিত সর্বোচ্চ অনুদানের অতিরিক্ত বরাদ্দ কেবলমাত্র নীতিমালার জন্য গঠিত কমিটি বিবেচনা করতে পারবেন। তবে এক্ষেত্রে মাসে একের অধিক আবেদন বিবেচনা করার সুযোগ থাকবে না।

৬। দেশীয় কোন সমিতির বর্ষপুর্তি উপলক্ষে যেমন র‍্যালী, আলোচনা সভা, স্মৃতিচারণ, মেলা, সম্মেলন, এলামনাইসহ অন্যান্য অনুষ্ঠান উদযাপনের জন্য এ তহবিল থেকে কোন অনুদান প্রদান করা যাবে না।

৭। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউশন এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় ইতোপূর্বে এ তহবিল থেকে কোন প্রকার আর্থিক অনুদান পেয়ে থাকলে পরবর্তী ২৩(তেইশ) মাস সময় অতিক্রান্ত না হলে পুনরায় আবেদন করতে পারবে না । তবে ২৩ (তেইশ) মাস পূর্বে কোন আর্থিক সহায়তা পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রোগ্রামের তারিখ, প্রোগ্রামের নাম, সহায়তার পরিমাণ ও কমিশন কর্তৃক প্রদত্ত সহায়তা পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে।

৮। দেশের অভ্যন্তরে কোন নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য কমিশন কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরীকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করতে না পারলে আবেদনকারী কর্তৃপক্ষ উক্ত অর্থ কমিশন অফিসে ফেরত পাঠাতে বাধ্য থাকবে। আরও উল্লেখ্য, নির্দিষ্ট প্রোগ্রামের জন্য অনুমোদিত অর্থ অন্য কোন প্রোগ্রামের জন্য ব্যবহার করা যাবে না ।