(গ) ইউজিসি গবেষণা/শিক্ষা সহায়ক তহবিল থেকে এম.ফিল/পিএইচ.ডি/পোস্ট-ডক্টোরাল গবেষণা কাজের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং থিসিস কম্পোজ ও বাধাঁইকরণ বাবদ অনুদান প্রদান সংক্রান্ত নীতিমালা, ২০১৭
এম.ফিল/পিএইচ.ডি/পোস্ট-ডক্টোরাল গবেষণা কাজের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং থিসিস কম্পোজ ও বাধাঁইকরণ এর উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গবেষণা/শিক্ষা সহায়ক তহবিল থেকে অনুদান প্রদান করা হয় ।
ইউজিসি গবেষণা/শিক্ষা সহায়ক তহবিল থেকে এম.ফিল/পিএইচ.ডি/পোস্ট-ডক্টোরাল গবেষণা কাজের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং থিসিস কম্পোজ ও বাধাঁইকরণ বাবদ অনুদান প্রাপ্তির শর্তাবলী;
১। এম.ফিল/পিএইচ.ডি/পোস্ট-ডক্টোরাল গবেষণা কাজের তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য গবেষকগণ এ অনুদান প্রাপ্য হবেন। তবে এম.ফিল/পিএইচ.ডি/পোস্ট-ডক্টোরাল গবেষকগণকে বাংলাদেশের যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ফেলো হতে হবে ।
২। কমিশনের এম.ফিল/পিএইচ.ডি/পোস্ট-ডক্টোরাল ফেলোগণ এ তহবিল থেকে অনুদানপ্রাপ্ত হবেন না। তবে কমিশনের প্রথম শ্রেনিতে কর্মরত কর্মকর্তারা এ অনুদানের শর্ত পূরণ সাপেক্ষে অনুদান প্রাপ্য হবেন।
৩। আবেদনকারী ফেলো অনলাইনে (লিংক) আবেদন করবেন।
৪। আবেদনের ক্ষেত্রে পূর্ণ নাম ও ঠিকানাসহ প্রোগ্রামের নাম, গবেষণার শিরনাম উল্লেখ করতে হবে।
৫। শিরোনামে নিবন্ধিত বিশ্ববিদ্যালয়, অনুষদ, বিভাগের নাম উল্লেখ করতে হবে।
৬। তত্ত্বাবধায়ক এবং সহযোগী তত্ত্বাবধায়কের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।
৭। চাকুরীরত আবেদনকারী ফেলোকে যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের শিক্ষা ছুটি বিষয়ে অনুমতিপত্র এবং প্রত্যায়ন পত্র সংযুক্ত করতে হবে।
৮। একসাথে ইউজিসি অথবা গবেষণারত বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে কোন প্রকার বৃত্তি বা আর্থিক অনুদান প্রাপ্ত হলে তার একটি অনুলিপি প্রমাণপত্র স্বরুপ সংযুক্ত করতে হবে।
৯। দেশের অভ্যন্তরে গবেষণা কাজে তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য এম.ফিল গবেষককে থোক বরাদ্দ হিসাবে ২৫.০০০/-(পঁচিশ হাজার) টাকা, পিএইচ.ডি গবেষককে থোক বরাদ্দ হিসাবে ৩০.০০০/-(ত্রিশ হাজার) টাকা এবং পোস্ট-ডক্টোরাল গবেষককে থোক বরাদ্দ হিসাবে ১৫,০০০/- (পনের হাজার) টাকা অনুদান প্রদান করা যেতে পারে।
১০। গবেষণা কাজে তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে থোক বরাদ্দ হিসাবে ৫০,০০০/-(পঞ্চশ হাজার) টাকা অনুদান প্রদান করা যেতে পারে। এ ক্ষেত্রে গবেষককে সুপারভাইজারের সুপারিশ এবং প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সম্মতি পত্র সংযুক্ত করতে হবে ।
১১। এম.ফিল/পিএইচ.ডি/পোস্ট-ডক্টোরাল গবেষণা পত্র নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্তভাবে গৃহীত হবার পর থিসিস কম্পোজ, প্রিন্টিং ও বাধাঁইকরণের জন্য এম.ফিল/পিএইচ.ডি/পোস্ট-ডক্টোরাল গবেষককে থোক বরাদ্দ হিসাবে ২৫.০০০/-(পঁচিশ হাজার) টাকা অনুদান প্রদান করা যেতে পারে।
১২। কোন শিক্ষক/গবেষক ইতোপূর্বে এ তহবিল থেকে কোন প্রকার আর্থিক অনুদান পেয়ে থাকলে পরবর্তী ২৩ (তেইশ) মাস সময় অতিক্রান্ত না হলে তিনি আবেদন করতে পারবেন না।