বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ইউজিসি ভবন, প্লট # ই-১৮/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।
ফোন: পিএবিএক্স ৮৮-০২-৮১২৮১৭২, ৮১২৮১৭৪-৭৫, ৮১২৮১৭৭-৭৮
ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২০৩, Web: www.ugc.gov.bd

ইউজিসি গবেষণা সহায়ক ফান্ডের জন্য অনলাইন আবেদন

উচ্চশিক্ষা/গবেষণায় উৎসাহ ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গবেষণা/শিক্ষা সহায়ক তহবিল থেকে কয়েকটি বিষয়ে অনুদান প্রদান করা হয়ে থাকে। যেমন:- (ক) আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ-এ অংশগ্রহণ এবং উচ্চতর শিক্ষা ডিগ্রী অর্জনের জন্য বিদেশে যাতায়াত খরচ বাবদ; (খ) দেশের অভ্যন্তরে দেশীয় এবং আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/ সিম্পোজিয়াম/ওয়ার্কশপ আয়োজনে উৎসাহ প্রদানের জন্য এবং (গ) এম.ফিল/পিএইচ.ডি/পোষ্ট-ডক্টোরাল গবেষণা কাজের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং থিসিস কম্পোজ ও বাধাইকরণে উৎসাহ প্রদানের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। ইউজিসি প্রণীত নীতিমালার আলোকে পাবলিক বিশ্ববিদ্যালয় ও তার অধিনস্থ শিক্ষকগণ/গবেষকগণ এবং ইউজিসির কর্মকর্তাগণ-কে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।


নিবন্ধনের নিয়ম কানুন ও পদ্ধতি

নিবন্ধন

নিবন্ধনের জন্য আপনার নাম, ফোন নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড, সচল ই-মেইল আইডি লাগবে। সব ঠিক থাকলে নিবন্ধন ফর্মে সম্পূর্ণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।

ইমেইল ভেরিফিকেশন

নিবন্ধনের পর আপনার ই-মেইলে একটা ভেরিফিকেশন ই-মেইল পাঠানো হবে। ভ্যালিড ই-মেইল আইডি হলে আপনি একটি লিংক পেয়ে যাবেন। লিংকে ক্লিক করলে আপনার ইমেইলটি ভেরিফাই হয়ে যাবে।

আবেদন করুন

ই-মেইল ভেরিফাই হলে আপনি আপনার অ্যাাকাউন্টে প্রবেশ করার সুযোগ পাবেন। আপনি এখন যে ফর্মের মাধ্যমে আবেদন করতে চান সেই ফর্মে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে গবেষণা সহায়ক ফান্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনি ছবির যেকোন ফরম্যাট বা পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন।

১. বিদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ-এ অংশগ্রহণ এবং উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে যাতায়াত খরচ বাবদ অনুদান।

নীতিমালা/শর্তাবলী আবেদন করুন

২. দেশের অভ্যন্তরে জাতীয় বা আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ আয়োজনের জন্য অনুদান।

নীতিমালা/শর্তাবলী আবেদন করুন

৩. এমফিল/পিএইচডি/পোস্ট-ডক্টোরাল গবেষনা কাজের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং থিসিস কম্পোজ ও বাঁধাইকরণ বাবদ অনুদান।

নীতিমালা/শর্তাবলী আবেদন করুন

1703

নিবন্ধিত ব্যবহারকারী

1946

আবেদন করেছেন

498

অনুদান পেয়েছেন

498647

ভিজিটর